Elementor Pro Plugin

Load WordPress Sites in as fast as 37ms!

আসসালামু আলাইকুম ,

Elementor Pro Plugin একটি পেইজ বিল্ডার প্লাগিন। এই প্লাগিনটি দিয়ে আপনি যেকোন ধরনের ওয়েবসাইট বানাতে পারবেন। ইলিমেন্টর সাধারণত ২ প্রকারের হয়ে থাকে। ফ্রি ভার্সন ও প্রিমিয়াম ভার্সন।  ফ্রি ভার্সনে অনেক ফিচার থাকে না। যার ফলে প্রিমিয়াম ফিচার এর প্রয়োজন হয়। ফ্রি ফিচার দিয়ে যেকোন কাজ করা অনেক কঠিন ।  তাই প্রিমিয়াম ভার্সন হলে ভালো হয়। প্রিমিয়াম ভার্সন প্রতিটি সাইট এর জন্য ৪৯ ডলার নিয়ে থাকে অফিসিয়াল ওয়েবসাইটে।  আবার ২৫ টি সাইট এর জন্য নিলে ১৯৯ ডলার নিয়ে থাকে।  আবার ১০০০ টি ওয়েবসাইট এর জন্য ৩৯৯ ডলার।

প্লাগিনটি অরিজিনাল কিনা তা চেনার উপায় কি ?

অরিজিনাল প্লাগিন অফিসিয়াল ভার্সন এর সাথে আপনার প্লাগিন এর ভার্সন চেক দিবেন। যদি মিলে যায় , তাহলে ধরে নিবেন অরিজিনাল। তারপর আপনার প্লাগিন আপডেট আসবে। প্লাগিনটি যদি আপডেট না আসে তাহলে বুঝে নিবেন সেটা নাল বা জিপিএল বা মেয়াদ শেষ।  অফিসিয়াল সাইটে থেকে প্লাগিনটি ডাউনলোড করার পর আপনার সাইটে একটিভ করার পর সেটা অফিসিয়াল সাইটে আপনার সাইট এর নাম শো করবো।

 

যদি শো করে তাহলে অরিজিনাল । আর না করলে অব্যশই সেটা নাল। ইলিমেন্টর এর মেয়াদ সাধারণত ১ বছর হয়ে থাকে। এর বেশি হয় না। এর বেশি যদি কেউ দিতে চায় তাহলে ধরে নিবেন সেটা নাল বা ক্যাক।  অনেকেই আবার সেটা আনলিমেটেড সাইট এ ব্যবহার করার কথা বলে । সেটা ১০০% নাল । কারণ ইলিমেন্টর এর অফিসিয়াল সাইট ভিজিট করে দেখতে পারেন। তারা আনলিমেটড সেল করে কিনা। তারা সবোর্চ্চ ১০০০ সাইট এর জন্য প্রতি একাউন্টে বিক্রি করে। তাহলে কিভাবে আনলিমেটড সাইট এ একটিভ করে দিবে। তাও এতবার কিনে ???

প্লাগিনটি আপনি ৩৬৫ দিন আপডেট পাবেন। যেই দিন ক্রয় করবেন । সেই দিন থেকে ৩৬৫ দিন আপডেট পাবেন। আপনি চায়লে Elementor Pro প্যাকেজটি আজকেই ক্রয় করতে পারেন। ক্রয় করতে ভিজিট করুন 

Load WooCommerce Stores in 249ms!
Picture of Joynal Abdin

Joynal Abdin

আসসালামু আলাইকুম , আমি একজন প্রফেশনাল ওয়াডপ্রেস ডিজাইনার এবং ইথিক্যাল হ্যাকার । আমি ওয়াডপ্রেস দিয়ে প্রায় ১৫০০+ সাইট এবং ওয়েবসাইট এ সিকিউরিটি এবং ভাইরাস রিমুভ করেছি প্রায় ৫০০ সাইট। আমাদের সার্ভিস সমূহ ওয়েবসাইট ডিজাইন ,ম্যালওয়ার রিমুভ ,ওয়েবসাইট মাইগ্রেশন ,স্পিড অপটিমাইজেশন । বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।

আপনি পাচ্ছেন হোস্টিংগার থেকে ডোমিন ও হোস্টিং কিনলেই ডোমিন ফ্রি ও এক্সটা ২০% ডিসকাউন্ট । যা আপনার অর্থ সাশ্রয় করতে সহায়তা করবে। 

ডিসকাউন্ট পেতে নিচের বাটনে ক্লিক করুন 

Load WordPress Sites in as fast as 37ms!