Elementor Pro Plugin

আসসালামু আলাইকুম ,

ইলিমেনন্টর একটি পেইজ বিল্ডার প্লাগিন। এই প্লাগিনটি দিয়ে আপনি যেকোন ধরনের ওয়েবসাইট বানাতে পারবেন। ইলিমেন্টর সাধারণত ২ প্রকারের হয়ে থাকে। ফ্রি ভার্সন ও প্রিমিয়াম ভার্সন।  ফ্রি ভার্সনে অনেক ফিচার থাকে না। যার ফলে প্রিমিয়াম ফিচার এর প্রয়োজন হয়। ফ্রি ফিচার দিয়ে যেকোন কাজ করা অনেক কঠিন ।  তাই প্রিমিয়াম ভার্সন হলে ভালো হয়। প্রিমিয়াম ভার্সন প্রতিটি সাইট এর জন্য ৪৯ ডলার নিয়ে থাকে অফিসিয়াল ওয়েবসাইটে।  আবার ২৫ টি সাইট এর জন্য নিলে ১৯৯ ডলার নিয়ে থাকে। প্রতিটি সাইট এ খরচ হয় ৫ ডলার করে। কিন্তু আমি এজেন্সী প্যাকেজ ক্রয় করেছি। তাই আপনাদেরকে আমি প্রতিটি সাইট এর জন্য আমি মাত্র ২০০-৫০০ টাকা নিয়ে থাকি। আমার কাছে আপনি অরিজিনাল প্লাগিনটি পাবেন।

প্লাগিনটি অরিজিনাল কিনা তা চেনার উপায় কি ?

অরিজিনাল প্লাগিন অফিসিয়াল ভার্সন এর সাথে আপনার প্লাগিন এর ভার্সন চেক দিবেন। যদি মিলে যায় , তাহলে ধরে নিবেন অরিজিনাল। তারপর আপনার প্লাগিন আপডেট আসবে। প্লাগিনটি যদি আপডেট না আসে তাহলে বুঝে নিবেন সেটা নাল বা জিপিএল বা মেয়াদ শেষ।  অফিসিয়াল সাইটে থেকে প্লাগিনটি ডাউনলোড করার পর আপনার সাইটে একটিভ করার পর সেটা অফিসিয়াল সাইটে আপনার সাইট এর নাম শো করবো।

 

যদি শো করে তাহলে অরিজিনাল । আর না করলে অব্যশই সেটা নাল। ইলিমেন্টর এর মেয়াদ সাধারণত ১ বছর হয়ে থাকে। এর বেশি হয় না। এর বেশি যদি কেউ দিতে চায় তাহলে ধরে নিবেন সেটা নাল বা ক্যাক।  অনেকেই আবার সেটা আনলিমেটেড সাইট এ ব্যবহার করার কথা বলে । সেটা ১০০% নাল । কারণ ইলিমেন্টর এর অফিসিয়াল সাইট ভিজিট করে দেখতে পারেন। তারা আনলিমেটড সেল করে কিনা। তারা সবোর্চ্চ ১০০০ সাইট এর জন্য প্রতি একাউন্টে বিক্রি করে। তাহলে কিভাবে আনলিমেটড সাইট এ একটিভ করে দিবে। তাও এতবার কিনে ???

Elementor Pro Plugin

আমি আপনাকে ৩৬৫ দিনের জন্য একটিভ করে দিবো । যা আপনি আপডেট পাবো পুরো ৩৬৫ দিন।  আপনি চায়লে গুগল মিটে লাইভ দেখতে পারবেন।  প্লাগিনটি নিতে কল করুন হোয়াটএ্যাপস এ 

পেমেন্ট সিস্টেম বিকাশ ,নগদ ,রকেট এবং ব্যাংক ।

বিকাশ পারসোনাল 01619052413

নগদ পারসোনাল 01619052413

রকেট পারসোনাল 019190524105

 

কিভাবে প্লাগিনটি   একটিভ করে দিবেন? আপনি আপনার ওয়াডপ্রেস সাইট এর একসেস দিবেন। আমি লগইন করে প্লাগিনটি দিয়ে একটিভ করে দিবো। চায়লে আপনি টেম্পরারি একসেস ও দিতে পারেন।   অব্যশই পিএইচপি ভার্সন ৭.৪ + হতে হবে। আপলোড লিমিট কমপক্ষ্যে ৩২  এমবি হতে হবে। আপনি সর্বোচ্চ একটি ডোমিন এ ১ বছরে ২ বার একটিভ করে নিতে পারবেন । এর পরে একটিভ করে নিলে ১০০ টাকা করে  বাড়তি দিতে হবে।

নোটঃ আমি লাইসেন্স কি বিক্রি করি না। কাজেই লাইসেন্স কি চেয়ে কস্ট দিবেন না।

Picture of Joynal Abdin

Joynal Abdin

আসসালামু আলাইকুম , আমি একজন প্রফেশনাল ওয়াডপ্রেস ডিজাইনার এবং ইথিক্যাল হ্যাকার । আমি ওয়াডপ্রেস দিয়ে প্রায় ১৫০০+ সাইট এবং ওয়েবসাইট এ সিকিউরিটি এবং ভাইরাস রিমুভ করেছি প্রায় ৫০০ সাইট। আমাদের সার্ভিস সমূহ ওয়েবসাইট ডিজাইন ,ম্যালওয়ার রিমুভ ,ওয়েবসাইট মাইগ্রেশন ,স্পিড অপটিমাইজেশন । বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *