জেনারেটপ্রেস থিম কি?

জেনারেটপ্রেস থিম কি? জেনারেটপ্রেস থিম এর ব্যবহার ।

জেনারেটপ্রেস

জেনারেটপ্রেস থিম । এই থিমটি সহজে ব্যবহার যোগ্য হিসাবে তৈরি করা হয়েছে । প্রত্যকটা থিম এর পারফরম্যান্স কাস্টমারের কাছে গুরুত্বপূর্ণ । সম্পূর্ণ জেনারেটপ্রেস থিম এর আকার ১০ কেবি জিপ থাকা অবস্থায় । জেনারেটপ্রেস থিম ওয়ার্ডপ্রেস এর প্রি বিল্ড পেজ বিল্ডার গুটেনবার্গ ব্যবহার করে সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করা যায় । আপনি জেনারেটপ্রেস থিম এর সাথে ওয়ার্ডপ্রেসের যে কোন ধরনের পেজ বিল্ডার প্লাগইন ব্যবহার করতে পারবেন । যেমন এলিমেন্টর পেজ বিল্ডার ডিভি পেজ বিল্ডার । এ ছাড়া আপনার কাজের প্রয়োজনে ওয়ার্ডপ্রেসের যে কোন প্লাগইন জেনারেটপ্রেস থিম ব্যবহার করতে পারবেন এই জেনারেটপ্রেস থিম উকমার্স সহ প্রায় সব ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। যেমন ব্যক্তিগত ওয়েবসাইট, ব্যবসায়িক ওয়েবসাইট, ল্যান্ডিং পৃষ্ঠা, পোর্টফোলিও ওয়েবসাইট, ইকমার্স ওয়েবসাইট, রিয়েল এস্টেট ওয়েবসাইট ইত্যাদি । জেনারেটপ্রেস থিমটি সকল ডিভাইস এর জন্য ১০০% রিসপনসিব করে তৈরি করা হয়েছে । জেনারেটপ্রেস থিম ওয়ার্ডপ্রেসের যে কোন পেজ বিল্ডার দিয়ে শুধু মাএ কাস্টমাইজেশন করে যে কোন ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন কোন কোডিং জ্ঞান ছাড়াই কিন্তু কাজের প্রয়োজনে এই থিম এ কাস্টম কোড লিখতে পারবেন। জেনারেটপ্রেস থিমটিকে ২৫টির ও বেশী ভাষায় অনুবাদ করা হয়েছে । জেনারেটপ্রেস থিম বিশেষ দিক রয়েছে যেমন টাইপোগ্রাফি, 5টি নেভিগেশন অবস্থান লে আউট, 5টি সাইডবার , ড্রপডাউন মেনু ক্লিক বা হোভার , এবং 9টি উইজেট এরিয়া |

 

আপনি চাইলে আমাদের কাছে অরিজিনাল প্লাগিনটি ক্রয়  করতে পারেন। । বিস্তারিত জানতে ভিজিট করুন 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hello

Profile Picture
I'm Joynal Abdin is available for hire
Availability: Maximum: 2 Hours
Hire me