Comments : প্রযুক্তির পৃথিবীতে বিশ্বাসের স্থান পেতে বেগ পেতে হয় মানুষকে প্রায় প্রতিনিয়ত। আর সেই বিশ্বাসের কর্মটি যদি হয় ওয়েব সাইট তৈরি? তাহলে বেশির ভাগ চটকদারী বিজ্ঞাপনে নানা প্রলোভন দেখিয়ে খুব সহজেই জিম্মি করে নেয় বিভিন্ন কোম্পানি আমাদের মত অল্পজ্ঞান থাকা সাধারণ কন্টেন ক্রিয়েটরদের । এতকিছু ভেবে দুটি নাম করা কোম্পানির কাছে পরাস্ত হয়ে রুদ্রের কাছে সন্ধান পাই জয়নাল আবদিন এর । অবশেষে ভুল ভাঙে আমার। না ! অনলইনেও বিশ্বস্ত লোক পাওয়া সম্ভব। তাই চোখ বন্ধ করে তার সহযোগিতায় একে এক 05টি সাইট তৈরি করে ফেলি নামে মাত্র পারিশ্রমিকে। যা অন্য কোম্পানির সাথে আকাশ পাতাল পার্থক্য। সার্বক্ষণিক সহযোগিতা এবং সততার সাথেেএগিয়ে যাক জয়নাল আবদিন। ভেতর থেকে শুভকামনা। সালেক শিবলু প্রভাষক বাংলা ঈশ্বরদী সরকারি কলেজ, পাবনা এমফিল গবেষক, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর