ডিভি থীম এত জনপ্রিয় কেন?

ডিভি থীম এর জনপ্রিয়তার কিছু কারন নিম্নে তুলে ধরা হলো ।

ডিভি থীম
ডিভি থীম

ওয়ার্ডপ্রেস এর একটি জনপ্রিয় থীম হলো ডিভি । ডিভি থীম এর সাথে প্রি বিল্ড ডিভি পেজ বিল্ডার থাকে । ডিভি থীম এ বিভিন্ন ক্যটাগরিতে ৪০০+ প্রি বিল্ড ডেমো পেজ বা সেকসন রয়েছে । যার প্রত্যকটা ডেমো সব ডিভাইস এর জন্য ১০০ পারসেন রিসপনসিব । যেমন মোবাইল আই পেড এবং ডেস্কটপ । ডিভি থীম এর সাথে যে পেজ বিল্ডার এই পেজ বিল্ডার এ ৮০ + ড্রাগ এন্ড ড্রপ উইজেট আছে । এ উইজেট গুলো ব্যবহার করে আপনি খুব অল্প সময় যে কোন ধরনের ওয়েবসাইট আপনি আপনার ইচ্ছামত তৈরি করতে পারবেন। যেমন ব্যক্তিগত ওয়েবসাইট, ইকমার্স ওয়েবসাইট, রিয়েল এস্টেট ওয়েবসাইট, এল এম এস ওয়েবসাইট, ব্যবসায়িক ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, ইত্যাদি । ডিভি থীম এর প্রত্যকট্ উইজেট ১০০ পারসেন রিসপনসিব করে তৈরি করা। যার ফলে আপনার ওয়েবসাইট তৈরির সময় অতিরিক্ত কোন HTML এবং CSS কোড লিখতে হবে না । ডিভি থীম ব্যবহার করে আপনার ওয়েবসাইটকে সকল প্রকার ডিভাইস এর জন্য রিসপনসিব করতে পারবেন কোন প্রকার কোডিং জ্ঞান ছাড়াই । কিন্তু আপনার কাজের প্রয়োজনে আপনি চাইলে কাস্টম HTML এবং CSS কোড লিখতে পারবেন । ডিভি থীম ব্যবহার ওয়েবসাইট ইডিট করার সময় আপনি সাধে সাথে লাইভ দেখতে পারবেন আপনার ওয়েবসাইট টা কেমন দেখাচ্ছে । আপনার কাজের জন্য ওয়ার্ডপ্রেস এর যে কোন ধরনেরপ্লাগিন ব্যবহার করতে পারবেন এই থীম এর সাথে আপনার প্রয়োজন অনুযায়ী । আপনার প্রয়োজন অনুযায়ী সেকসন নিতে পারবেন আবার সেকসন নেওয়ার পর প্রয়োজন অনুযায়ী ছোট বড় করতে পারবেন । কোন সেকসন বা পেজ ডিজাইন সেভ করে রাখতে পারবেন এবং এই ডিজাইন করা সেকসন বা পেজ পরে আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন ।

 

আপনি চাইলে আমাদের কাছে অরিজিনাল প্লাগিনটি ক্রয়  করতে পারেন। । বিস্তারিত জানতে ভিজিট করুন 

Author picture

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *